মো: জিয়াউদ্দিন বাবু >> জেলা প্রশাসকের সভাকক্ষে আজ ২১ সেপ্টেম্বর (রবিবার) জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে উপজেলা পর্যায়ের প্রত্যন্ত এলাকার ভোট কেন্দ্রে যাওয়ার রাস্তা ও কালভার্ট ভাঙ্গা বা অসম্পূর্ণ থাকলে সেগুলোর নির্মাণ ও মেরামত কাজ অতিদ্রুত শেষ করতে হবে। স্কুল-কলেজের মাঠে গর্ত বা যাওয়ার রাস্তা ঠিক না থাকলে তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা নিতে হবে।
রাস্তা ও কালভার্ট মেরামতের ক্ষেত্রে ইউএনও এবং নির্বাহী প্রকৌশলীদের সমন্বয় ঘটিয়ে এ কাজগুলো দ্রুত শেষ করার তাগিদ দেন জেলা প্রশাসক। সভায় জানানো হয়, নিরাপদ প্রাণিজ আমিষের ক্ষেত্রে বাজারে অন্যান্য মাংসের পাশাপাশি হাঁসের ডিম ও মাংসের চাহিদা রয়েছে। বরিশালে প্রচুর নদী ও খাল রয়েছে।

সেক্ষেত্রে হাঁস পালনে তেমন অসুবিধা হওয়ার কথা নয়। যুব সমাজ ও মহিলাদের ঋণ প্রদানের মাধ্যমে হাঁস পালনে আগ্রহী করে তুলতে পারলে বেকার সমস্যা দূরীকরণে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এসময় জেলা প্রশাসক বলেন, পুকুরের উপর হাঁস-মুরগির পালন করা যাবে না। এতে পরিবেশ, পানি এবং ওই পুকুরের মাছ দূষিত হয়।
এসব মাছ খাওয়ার ফলে শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। সরকার এগুলো বন্ধের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেছে। এ পদ্ধতিতে কেউ মাছ চাষ করলে প্রাণিসম্পদ, মৎস্য ও পরিবেশ অধিদপ্তরকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সভায় নগরীর বর্তমান ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরে সভাপতি বলেন, হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে প্রায় ১১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন এবং মশক নিধন ঔষধ ছিটানো অব্যাহত রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন। উন্নয়ন সমন্বয় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।





