নগরীতে শতাধিক সনাতন পরিবারের মাঝে শাড়ী তুলে দিলেন ছাত্র নেতা শাহিন।

বরিশালে সনাতন ধর্মলম্ভিদের মাঝে স্বরদ উপহার বিতরন

নিজস্ব প্রতিবেদক >> আসন্ন দূর্গা পুজা উদযাপন উপলক্ষে বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডস্থ শতাধিক সনাতন পরিবারের নারীদের মাঝে শাড়ী তুলে দিলেন বিএম কলেজের সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম শাহিন।

আজ বুধবার ২৪ সেপ্টেম্বর নগরীর ফিসারী রোড এলাকায় শতাধিক নারীর হাতে এই স্বারদ শুভেচ্ছ উপহার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য কালে ছাত্র নেতা সাইফুল ইসলাম শাহিন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা সহ স্থানীয় সনাতন ধর্মলম্ভিদের মাঝে এই স্বরদ উপহার তুলে দিতে পেরে আমি মুগ্ধ।

আমি সব সময় চেষ্টা করি সাধারন মানুষের পাশে থাকতে, তাই আমার এই উদ্যোগ সব সময় চলমান রাখবো। পাশাপাশি সকল ধর্মের এবং সকল পেশার মানুষের পাশে থেকে এমন হাজারও সহযোগীতা করতে পারি এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের সার্বিক পরার্মশ দিয়ে আমার পাশে থাকবেন আশাকরি।

এছাড়া শাড়ী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় তপন মুখার্জি,পল্লি চিকিৎসক স্বপন কুমার, শ্রমিক নেতা ওমর,যুবদল নেতা সেলিম,সজিব,সুমন,আরিফ সহ নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin