নিজস্ব প্রতিবেদক।। বরিশাল বিভাগীয় ট্যাককলরীর সাধারণ সভা বরিশাল ক্লাবে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোশের্দ।
সংগঠনের বিভাগীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি কে এম শহীদুল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ মীর মোকসেদ আলী, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক অসীম কুমারবিশ্বাস,
উপ পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ শরফুদ্দিন,সংগঠনের খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক এস এম ফারুক আহমেদ, সংগঠনের খুলনার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু,
বরিশাল বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সাধারন সম্পাদক শেখ কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ভোলা,পটুয়াখালী, মাদারীপুর, খুলনা জেলার বরিশাল য় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কয়েক শত শ্রমিক সদস্য, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





