বরিশালে যুবককে ডাকাত সন্দেহে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা!

সিটি নিউজ ডেস্ক >> বরিশাল জেলার বাকেরগঞ্জে সোহেল খান নামের এক যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন বাড়িতে ডেকে নিয়ে তাকে হত্যা করেছে। অন্যদিকে পুলিশের ভাষ্য, ডাকাত সন্দেহে আটক অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের উত্তর কবাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল ওই গ্রামের নূর ইসলাম হাওলাদারের ছেলে।

নিহতের স্ত্রী সাজেদা বেগম বলেন, ১৫ দিন আগে তিনি সন্তান জন্ম দিয়েছেন। শনিবার তিনি বাবার বাড়িতে ছিলেন। রাত ১১টার দিকে একই গ্রামের শাহিন হাওলাদার তার স্বামী সোহেলকে লোক মারফত বাড়ি থেকে ডেকে নেন। রাত ১২টার দিকে মসজিদের সামনে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। রাত ১টার দিকে মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়েছে বলে প্রচার চালানো হয়। রবিবার সকালে পুলিশ সোহেলের মরদেহ উদ্ধার করে।

সাজেদা অভিযোগ করেন, জমি লিজ নিয়ে বিরোধের জেরেই তার স্বামীকে হত্যা করা হয়েছে।

গত বছর শাহিন হাওলাদার তাদের জমি লিজ নিয়ে তরমুজ চাষ করেছিলেন। এ বছর সোহেল নিজেই চাষাবাদ করায় শাহিন ক্ষুব্ধ হন। জমির ফসল নষ্ট করতে মহিষ ছেড়ে দেওয়া এবং শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে সোহেলকে হত্যা-সবই ওই বিরোধের ধারাবাহিকতা বলে দাবি তার।

এ বিষয়ে জানতে শাহিন হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রবিবার ভোর ৪টার দিকে ৯৯৯ থেকে কল আসে, চরকবাই গ্রামে একজন ডাকাত আটকে রাখা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় সোহেলের লাশ উদ্ধার করে।

তিনি জানান, নিহতের পরিবারের অভিযোগ এবং ডাকাত সন্দেহে আটকের বিষয় এই দুই দিকই তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin