পূজার আনন্দ মানেই নতুন পোশাক, উৎসবের রঙিন হাসিঁ ফোটালো ইভেন্ট-৮৪

পূজার আনন্দ মানেই নতুন পোশাক, উৎসবের রঙিন মেলা।

তবু কারও জীবনে আনন্দের সেই ছোঁয়া পৌঁছায় না—

এক বৃদ্ধ-বৃদ্ধার একাকিত্ব, যাদের খোঁজ নেয় না আপনজন;

এক দাদীর কষ্ট, নাতি-নাতনিদের নতুন জামা দেওয়ার সামর্থ্য নেই তার।

এই সংবাদ জানার পর ছুটে গেলাম তাদের বাঢ়িতে গিয়ে

৮৪ ইভেন্ট-এর পক্ষ থেকে পৌঁছে দিয়েছেন সমাব সেবা র্মকর্া সাজ্জাদ পারেভেজ,

সাথে খাবারের জন্য দিলাম সামান্য অথ সহায়তা করেন। বেশ কিছু পরিবারের মাঝে নতুন পোষাক ও খাবার ক্রয়ের অর্থ সহায়তা প্রদান।

সাজ্জাদ পারেভেজ, বলেন পূজার আসল আনন্দ তখনই সত্যি হয়ে ওঠে, যখন কারও চোখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

তাদের এই মহতি উদ্যোগ কে স্বগত জানিয়েছেন সবাই। ৮৪ ইভেন্ট-এর পক্ষ থেকে সকল উৎসব এবং অসহায় মানুষের পাশে থাকবে এ্মটাই প্রত্যাশা তাদের।

Share on facebook
Share on twitter
Share on linkedin