বুধবার থেকে চার দিনের ছুটির ফাঁদে দেশ।

জিয়াউদ্দিন বাবু ।। আজ বুধবার থেকে চার দিনের ছুটির ফাঁদে দেশ। বুধ ও বৃহস্পতিবার পূজার ছুটি। তার সঙ্গে জোগ হয়েছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

মোট মিলিয়ে আজ থেকে চারদিনের ছুটি শুরু হচ্ছে। ফলে বরিশাল নগর ফাঁকা হতে চলেছে। বরিশালের দুটি বাস স্ট্যান্ড রুপাতলী ও নতুল্লাবাদ বিকেল বেলা গিয়ে দেখা গেছে প্রতিটি বাসে প্রচন্ড ভির।

বেশ কয়েকজন যাত্রী জানান ঈদের পর এই লম্বা ছুটি পেয়েছি তাই পরিবার-পরিজন নিয়ে ছুটি কাটানোর জন্য দেশের বাড়ি যাচ্ছি। অপরদিকে বরিশাল লঞ্চঘাটে ছিল প্রচন্ড ভিড়।

তিনটি লঞ্চ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিটি লঞ্চে ছিল প্রচন্ড ভির। এসময় লঞ্চ কাউন্টারে কেবিনের টিকেট না থাকলেও বাহির থেকে কেবিনের টিকিট ছড়া দামে সংগ্রহ করতে হয়েছে বলে কয়েকজন যাত্রী অভিযোগ করে জানান। চারদিনের ছুটি শুরু হাওয়ায় বরিশাল শহর ফাকা হতে চলছে।

দুপুরের পর থেকে অনেক অফিসে ফাঁকা হতে দেখা গেছে। যারা মঙ্গলবার যেতে পারিনি তারা আজ বুধবার সকাল হলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে বলে অনেক চাকরিজীবী জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin