বরিশালে কবি মোহাম্মদ জয়নাল আবেদীনের স্মরণসভা অনুষ্ঠিত।

সিটি ডেস্ক >> বরিশালে অনুষ্ঠিত হলো আড্ডা ধানসিড়ির আয়োজনে ছড়াকার কবি মোহাম্মদ জয়নাল আবেদীনের স্মরণসভা।

আজ শুক্রবার ৩ অক্টেবর আয়োজিত স্মরণসভা উপস্থিত ছিলেন কবি অধ্যাপক মুহম্মদ মুহসিন উদ্দিন, গবেষক কবি সাইফুল আহসান বুলবুল, কবি লিমা ইসলাম, কবি খান কাওসার কবির, কবি জিল্লুর রহমান, কবি আব্দুর রহমান।


মরহুম মোহাম্মদ জয়নাল আবেদীন এর মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরাবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। শুরুতে কবির জীবনী পাঠ, স্মৃতি চারণ ও তার লেখা গ্রন্থ থেকে কবিতা পাঠ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যান্য কবি সাহিত্যিকগণ।


এছাড়া কবিকে নিবেদিত কবিতা পাঠ ও স্মৃতিচারণ করেন কবি শফিক আমিন, বাহা উদ্দিন গোলাপ, প্রগতী লেখক সংঘের সাবেক সভাপতি অপূর্ব গৌতম, সাধারণ সম্পাদক শোভন কর্মকার কৃষ্ণ সহ অন্যান্য সাহিত্যজন।


সভায় বক্তব্য রাখেন কবির মেয়ে শারমিন আক্তার ও ছেলে মোঃ নুরুজ্জামান সহ অন্যান্য অতিথি বৃন্দ। অনুষ্ঠান শেষ পর্যায়ে কবিকে নিবেদিত আড্ডা ধানসিড়ির স্মারক তাঁর ছেলে মোঃ নুরুজ্জামানের হাতে তুলে দেয়া হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin