প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত সুদৃশ্য রেস্টুরেন্ট ‘স্কাই লাউন্স’।

নিজস্ব প্রতিবেদক >> বরিশালে প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত এই ১১ তলা ভবনের উপর গড়ে তোলা হয়েছে সুদৃশ্য রেস্টুরেন্ট ‘স্কাই লাউন্স’। বরিশালে এটিই সবচেয়ে সুন্দর রুফটপ রেস্টুরেন্ট এর মধ্যে মনোরম পরিবেশে উদ্ধোধন করা হয়েছে ‘স্কাই লাউন্স’ নামে এই রেস্টুরেন্ট টি। ইতোমধ্যে রেস্টুরেন্টটি নজর কেড়েছে বরিশালবাসীর। খোলা আকাশের নিচে শহরের মনোরম দৃশ্য উপভোগ করার পাশাপাশি বাহারি স্বাদের খাবার খেতে ভোজন রসিকরা ভিড় জমাচ্ছেন।

প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত সবুজ গাছে ঘেরা এই বহুতল ভবনের উপর গড়ে তোলা হয়েছে সুদৃশ্য রেস্টুরেন্ট ‘স্কাই লাউন্স’। বরিশালে এটিই সবচেয়ে সুন্দর রুফটপ রেস্টুরেন্ট বলে দাবি কর্তৃপক্ষের।

রেস্টুরেন্টটি বরিশাল শহরের প্রাণকেন্দ্র বিবির পুুকুর পাড়ে ডাঃ সৈয়দ ঈমান আলী টাওয়ারের ১০ তলা ও ১১ তলা নিয়ে গঠিত। ১০ তলায় শিততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট ও ১১ তলায় রুফ টপে পানির ফোয়ারা, বাচ্চাদের খেলার স্থান-দোলনা, ফুল ও ফলের গাছ বসিয়ে সবুজায়ন আর নান্দনিক রূপ দেওয়া হয়েছে। রেস্টুরেন্টটিতে একসঙ্গে শতাধিক অতিথির খাবারের সুব্যবস্থা রয়েছে। ইতোমধ্যে রেস্টুরেন্টটি ব্যাপক পরিচিতি পেয়েছে। বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার ভোজন রসিকরা ছুটে আসছেন রেস্টুরেন্টটিতে।

ঘুরতে আসা মাহবুব বলেন, ‘জায়গাটা অনেক সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য, বিশুদ্ধ বাতাস সব কিছু মিলে এক মনোমুগ্ধকর পরিবেশ। এখানে এলে ভালোই লাগে।

তিনি আরও বলেন, ‘মুক্ত আকাশ আর খোলা আকাশ নিচে রেস্টুরেন্টে খাবারের জন্য বসে হিমেল হাওয়ায় খাবার খেতে খেতে ক্ষনিকের জন্য হারিয়ে যেতে হয় অজানায়। ফোয়ারার পানির কল-কল শব্দে বিমোহিত হয়ে যায় মন।

পরিবার নিয়ে ঘুরতে আসা সোবাহান মিয়া বলেন, রেস্টুরেন্টটির কথা একজনের কাছে শুনে খেতে এসেছি। এসে সন্ধ্যার পর রেস্টুরেন্টটির চমৎকার লাইটিং দৃষ্টি আকর্ষন করেছে। এমনকি এখনকার মনোমুগ্ধকর পরিবেশ নজর কেড়েছে।

রেস্টুরেন্টের মালিক সাইফুল ইসলাম বলেন, বিদেশে গিয়ে এমন বেশ কয়েকটি রেস্টুরেন্ট দেখে রেস্টুরেন্টটি খোলার চিন্তা আসেলা। তরুণ উদ্যোক্তা হিসেবে বরিশাসীর জন্য ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছি মাত্র। এখানে রয়েছে দেশি-বিদেশি খাবারের ব্যবস্থা। একই সঙ্গে রয়েছে চা, কফি, কোমল পানি, লাচ্ছিসহ মুখরোাচক খাবার। এই খাবারগুলো অত্যন্ত যত্ন সহকারে ভোজন রসিকদের পরিবেশন করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin