বরিশালে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি ’গরুর মালিক ও কসাইকে জরিমানা

উপজেলা প্রতিনিধি >> বরিশাল বাকেরগঞ্জ উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে গরুর মালিক ও কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ অক্টোবর) উপজেলার কলসকাটি ইউনিয়নের দিয়াতলী গ্রামের এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে,স্থানীয় দিয়াতলী গ্রামের মোহাম্মদ মনসুর আলী হাওলাদারের দুধের গাভিটির বাড়িতে বসে বাম পা ভেঙে যায়। গরুটি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এক দালাল এর মাধ্যমে অসুস্থ গরুটিকে বাকেরগঞ্জের হেমায়েত ওরফে রাসেল কসাই এর কাছে বিক্রি করে। শনিবার রাত ১২ টার দিকে জবাই করা হয়। অনেকেই বলছেন অসুস্থ গরুটি মারা যাওয়ার পর জবাই করা হয়েছিল। স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। ঘটনাস্থলে বাকেরগঞ্জ থানার পুলিশ গিয়ে মনসুর আলী হাওলাদার এর দুই ছেলে রাসেল হাওলাদার ও জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বিষয়টি জানতে পেরে তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি সার্জন ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলামের নির্দেশে বাকেরগঞ্জ পৌরসভার সহযোগিতায় ওই গরুর মাংস মাটিতে পুঁতে ফেলা হয় এবং গরুর মালিক ও কসাইকে ২০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin