মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় কোষ্টগার্ডের চার সদস্যসহ আহত-৫

উপজেলা প্রতিনিধি >> বরিশাল জেলার উপজেলাধীন মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানিক দলের ওপর হামলা চালিয়েছে জেলেরা। হামলায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসারসহ কোষ্টগার্ডের চার সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার আলীগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার সাথে জড়িত সাত জেলেকে আটক করা হয়েছে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন- আটককৃত জেলেরা হচ্ছে জীবন সরদার, আব্দুর রহিম, মিরাজ হোসেন, সাদ্দাম, রায়হান পাটোয়ারী, বরকত উল্লাহ ও সুজন। তারা সকলেই মেহেন্দিগঞ্জের উলানিয়া এলাকার বাসিন্দা।

সিনিয়র মৎস্য অফিসার আরও জানিয়েছেন, অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযানিক দলের ওপর দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় জেলেরা। হামলায় অভিযানিক দলের ব্যবহৃত স্পীড বোর্ড ক্ষতিগ্রস্তসহ সিনিয়র মৎস্য অফিসার ও কোষ্টগার্ডের চার সদস্য আহত হয়। পরবর্তীতে হামলাকারীদের আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

অভিযানে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin