বরিশালের উজিপুরে গৃহবধূকে অপহরণ করবার অভিযোগ চার ভাইয়ের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক। বরিশালে ২০ বছর বয়সী গৃহবধূকে জোরপূর্বক অপহরন করবার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে উজিরপুর থানার ওসিকে এফ আই আর করবার নির্দেশ দেন। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ওই নির্দেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতে বেঞ্চ সহকারী আজিবুর রহমান। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হচ্ছেন উজিরপুরের আব্দুর রব ব্যাপারীর ছেলে সাগর হাওলাদার , শাহিন বেপারী, রিয়াজ বেপারী, মোঃ হারুন বেপারী।
উজিরপুর থানার আলম হাওলাদার মামলায় উল্লেখ করেন মামললায় বাদির মেয়ে জামাই বিদেশে থাকে। এ সুযোগে আসামিরা বাদির কন্যা কু প্রস্তাব দিত । এতে গৃহবধূর রাজি না হলে ২০২৫ সালের ২৪ শে অক্টোবর আসামিরা বাদির কন্যাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে মামলা হলে বিচারক রাকিবুল ইসলাম ওই নির্দেশ প্রদান করেন।





