আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে উজিরপুর নৌকা বাইচ ২০২৫

সিটি নিউজ ডেস্ক>> বরিশালের উজিরপুর উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রোমাঞ্চকর নৌকা বাইচ প্রতিযোগিতা। আগামীকাল ৩০ অক্টেবর (বৃহস্পতিবার) উজিরপুর উপজেলার শিকারপুর কলেজের সামনে থেকে সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম.এ জলিল সেতু পর্যন্ত চলবে এই নৌকা বাইচ প্রতিযোগিতা। ”উজিরপুর নৌকা বাইচ ২০২৫” শিরোনামে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, বরিশাল ও আসমা ফেরদৌসি, পরিচালক, জনশিক্ষা বিভাগ, বাংলাদেশ জাতীয় জাদুঘর ।
উপজেলা প্রশাসন, উজিরপুর ও উন্নয়ন সংস্থা আভাস-এর আয়োজনে এই বাইচ প্রতিযোহিতায় সভাপতিত্ব করবেন মোঃ আলী সুজা, উপজেলা নির্বাহী অফিসার, উজিরপুর। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও উইনেস্কো নৌকা বাইচ অনুষ্ঠানটি আয়েজনে আর্থিক সহযোগিতা প্রদান করছে।
আগামীকাল বিকাল ৩টায় প্রধান অতিথির উদ্বোধনের মধ্য দিয়ে এই নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হবে। শিকারপুর কলেজের সামনের সন্ধ্যা নদী থেকে শুরু হয়ে বাইচ সমাপ্ত হবে সেক্টর কমান্ডার এম. এ. জলিল সেতুতে এসে। মোট ৬টি বাচারি নৌকা প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতা শেষে সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম.এ জলিল সেতুর ইচলাদী প্রান্তে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্ত হবে।

বরিশালের ৫জন বিখ্যাত ব্যাক্তি ও জুলাই শহীদদের নামে প্রতিটি নৌকার নামকরন করা হবে। নামগুলো হলো – শের-ই-বাংলা এ কে ফজলুল হক, কবি জীবনানন্দ দাশ, সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম. এ জলিল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, কবি সুফিয়া কামাল এবং জুলাই শহীদ।

গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার কালিপদ তালুকদার, লাজারেজ ফলিয়া, কিরণ মৃধা, সঞ্জয় রায়, শংকর বাড়ৈ ও সৈকত রায় তাদের দল ও নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে। চ্যাম্পিয়ন, ‍১ম রানারআপ ও ২য় রানারআপের জন্য থাকবে আকর্ষনীয় পুরস্কার

Share on facebook
Share on twitter
Share on linkedin