কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ”বাবুগঞ্জ’র শিক্ষকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক। বাবুগঞ্জের ডিগ্রী কলেজে প্রভাষক বাদল বিশ্বাসের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ এনে ওই কলেজের ছাত্রী আদালতে মামলা দায়ের করেছেন। বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ওই কলেজের ছাত্রী উরমী আক্তার বাদী হয়ে মামলা করলে বিচারক মামলাটি আমলে নিয়ে উপরোক্ত নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতে বেঞ্চ সহকারী আজীবর রহমান। বাদিবাবুগঞ্জের ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী। ওই কলেজের প্রভাষাক বাঁদিকে বিভিন্ন সময় টেলিফোনে আজেবাজে কথা বলতো।

২০২৫ সালের ১৭ই জানুয়ারি সকাল ১১ট ৩০ মিনিটে আসামি বাদিকে নোটবুক ও গুরুত্বপূর্ণ সাজেশন দেবার কথা বলে কলেজের তৃতীয় তলায় ডেকে নেয়। এরপর ওই প্রভাসক বাদল বিশ্বাস বাঁদিকে জোরপূর্বক চুমু দেয়। একই সাথে বাজে রে স্পর্শকাতরস্থানে হাত দেয় এবং শীলতা হানি যটায়।এ সময় বাজে চাচাতো বোন এসে পারলে বাদি কোনরকম আসমির কাছ থেকে রক্ষা পেয়ে যায়।

এ ব্যাপারে বাদি গত তিন অক্টোবর কলেজের অধ্যক্ষ এবং সভাপতির বরাবরে লিখিত আবেদন করলে তারা কোন ওই প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া বাদী সোমবার আদালতে মামলা করলে আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin