১৬ বছরের কিশোরীকে ধর্ষণ তিনজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক >> বিয়ের কথা বলে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে ওই নির্দেশ প্রদান করেন। এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আজিবুর রহমান।

যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হচ্ছে গৌরনদীর বড় কসবা গ্রামের মোহাম্মদ আলী হায়দার খান, মো: সানাউল খান, সীমা খান। এরা সবাই একই পরিবারের সদস্য। বাদির কন্যা ও এক নাম্বার আসামি একই মাদ্রাসায় পড়াশোনা করে।

আসামি বিয়ের কথা বলে বাদির কন্যা কে ধর্ষণ করে। এ ব্যাপারে গৌরনদীর খাজাপুর গ্রামের মরিয়ম বেগম বাদি হয়ে বুধবার মামলা করলে বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin