বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক >> বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বরিশালে বৃহস্পতিবার সকালে ব্রাউন্ড কম্পাউন্ড জেলা স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষণ কার্যালয় আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়। ব্রাক আয়োজিত বরিশাল জেলা সিভিল সার্জন এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল।

বরিশাল জেলার সিভিল সার্জন মনজুর ই এলাহী সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন শওকত আলী, বরিশাল সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ জলিল ব্রাক স্বাস্থ্য বিভাগীয় ব্যবস্থাপক মোতাহার হোসেন, ব্রাকের এরিয়া ম্যানেজার গীত বিশ্বাস, ব্রাকের জেলা সহ সমন্বয়কারী মোহাম্মদ মনজুরুল আলম, প্রোগ্রাম অফিসার আবুল কালাম আজাদ, মাহবুব উদ্দিন আহমেদ, রাজু আহমেদ আসিফ, প্রমুখ।

বক্তারা বলেন শারীরিক পরিশ্রম করতে হবে। নিয়মিত হাঁটতে হবে। ডায়াবেটিস সম্পর্কে সরকারকে সচেতন হতে হবে। ডায়াবেটিসন নীরব ঘাতক। বক্তারা বলেন সপ্তাহে ১৪০ মিনিট হাঁটতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin