আজ সকাল থেকে টি সি বির পন্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক। আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত টিসিবি কাড ধারীদের মাঝে টি সি বির পণ্য বিক্রি শুরু হবে। ৫৪০ টাকায় টি সি বির কাড ধারিদের মাঝে তেল, চিনি, চাল, ও ডাল দেওয়া হবে। বরিশাল শহরের ৩০ টি ওয়ার্ডে সকাল থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েকদিন এই কার্যক্রম চালু থাকবে বলে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুসিকান্ত হাজম হাজ;এ তথ্য নিশ্চিত করেছেন। বরিশাল শহরে ৯৪ টি ডিলার একযোগে আর শুক্রবার টিসিবির পণ্য বিক্রি শুরু হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin