উজিরপুরে ছাত্রলীগের উদ্যোগে হাসানাত আব্দুল্লাহ এমপি’র সুস্থতা কামনায় দোয়া

সিটি নিউজ ডেস্ক:: বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌর কমিশনার অসীম ঘরামীর উদ্যোগে মন্ত্রী পদমর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

আজ(৩০) সেপ্টেম্বর বুধবার বিকালে জয়শ্রী বাজারে অনুষ্ঠিত এ দোয়া মিলাদে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর ছাত্রলীগের নেতা সোহেল রানা, মিরাজ, মনির, শাওন, বাইজিদ, হানিফ, মিরাজ, রুমন সহ মুসল্লিগনরা ।

প্রসঙ্গত বঙ্গবন্ধুর ভাগ্নে সাবেক চীফ হুইপ ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধিন রয়েছেন। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin