নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীর সঙ্গে মধ্যযুগীয় বর্বরতা

সিটি নিউজ ডেস্ক:: নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীর সঙ্গে মধ্যযুগীয় বর্বরতার ঘটনা ঘটেছে। অবৈধ প্রস্তাবে রাজি না হওয়ায় তার ঘরে ঢুকে তাকে নগ্ন করে দফায় দফায় শারীরিকভাবে নির্যাতন করেছে বখাটেরা। গত ২০-২১ দিন আগের ঘটনা হলেও আজ রবিবার ফেসবুকে ভাইরাল হয় বিষয়টি।

এ ঘটনায় আবদুর রহিম নামে এক বখাটে যুবককে আটক করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত বেশ কয়েকজনকে পুলিশ খুঁজছে। বর্তমানে ওই নারী জেলা পুলিশ সুপারের দপ্তরে হেফাজতে রয়েছেন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০-২১ দিন আগে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নুর ইসলামের মেয়ের (ভিকটিম) সাথে তার স্বামীর পারিবারিক বিরোধ থাকায় তেমন বনাবনি ছিল না। এই সুযোগে স্থানীয় বখাটেরা তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল।

এক পর্যায়ে তিনি রাজি না হওয়ায় বখাটেরা ঘটনার দিন রাতে তার ঘরে ঢুকে নগ্ন করে নির্যাতন করে। কিন্তু সম্প্রতি ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলে এলাকায় তোলপাড় শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, অবৈধ প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটেরা এমন ঘটনা ঘটিয়েছে। একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

বিডি প্রতিদিন/এমআই

Share on facebook
Share on twitter
Share on linkedin